Mutual Fund: ২০%-এর বেশি রিটার্ন দিয়েছে এই ৬ মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের আগে জানুন বিস্তারিত

Mutual Fund: ভারতে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP) জনপ্রিয়তা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া (Association of Mutual Funds in India)-এর ডেটা থেকে জানা গিয়েছে প্রতিনিয়ত এখানে বিনিয়োগ (Investment)-এর পরিমাণ ও বিনিয়োগকারীর সংখ্যা বেড়েই চলেছে। একলপ্তে অনেকটা পরিমাণ বিনিয়োগ অনেকের পক্ষেই সম্ভব না হওয়ায় SIP বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিগত ১০ বছরে একাধিক মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগকারীদের ২০% বা তার বেশি পরিমান রির্টান দিয়েছে।

মিউচুয়াল ফান্ডে আর্কষনীয় রির্টান পাওয়া যাচ্ছে

বেশ কিছু মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিগত ১০ বছরে ভালো পরিমাণে বছরে SIP রিটার্ন (XIRR) দিয়েছে। এসআইপি বিনিয়োগে আয় পরিমাপের অন্যতম সঠিক উপায়টি হল XIRR পদ্ধতি ব্যবহার করা। প্রথাগত পদ্ধতির তুলনায় এটি অনেক আধুনিক ও সঠিক মেট্রিক পদ্ধতি। এসআইপি (SIP)-তে বিগত ১০ বছরের পারফরম্যান্স-এর ভিত্তিতে বিনিয়োগ এর সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিগত বেশকিছু বছরে ভালো পারফরম্যান্স করা কোম্পানিগুলির বিবরণ নীচে দেওয়া হল।

আরও পড়ুন: How To Be Crorepati: ৫ কোটি টাকা ৫০ বছরের মধ্যে আয় করতে চান? ৩টি কৌশল জেনে নিন

ফান্ডের নামফান্ডের ধরন10 বছরের রিটার্ন (% এর মধ্যে)
নিপ্পন ইন্ডিয়া  স্মল ক্যাপ ফান্ডস্মল ক্যাপ তহবিল26.43
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডস্মল ক্যাপ তহবিল22.54
বরোদা বিএনপি পরিবাস লার্জ ক্যাপ ফান্ডলার্জ ক্যাপ তহবিল16.44
ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া ফান্ডথিম্যাটিক ফান্ড22.85
জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডফ্লেক্সি ক্যাপ ফান্ড20.67
ইনভেস্কো ইন্ডিয়া কনট্রা ফান্ড কন্ট্রা ফান্ড19.78
সূত্র: AMFI (জুলাই 30, 2024 পর্যন্ত)

আরও পড়ুন: DA News Today: খুশির খবর! কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়বে ১ লক্ষ টাকার বেশি, রইলো হিসেব

বিনিয়োগের করার আগে যে বিষয়গুলি জেনে নেওয়া উচিত

(১) ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা ও বিগত বছরগুলির কার্যক্ষমতা বিচার বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।

(২) মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি আছে। তাই ঝুকির কথা মাথায় রেখেই কম ঝুকিপূর্ণ ফান্ডে বিনিয়োগ করা উচিত বিনিয়োগকারীর।

আরও পড়ুন: ৩১ অক্টোবর থেকে এই বড় সুবিধা পেতে চলেছেন UPI গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত

(৩) স্টক মার্কেটে যাদের আগ্রহ আছে তাঁরা অর্থ উপার্জনের জন্য মিউচুয়াল ফান্ডের কথা ভাবতে পারেন। এখানে একটু বুঝেশুনে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ভালো পরিমাণ অর্থ রির্টান পেতে পারেন।

আরও পড়ুন: ২৫ লাখের রিটার্ন মাত্র ৪৫ টাকা দিয়েই, ধামাকাদার প্ল্যান লঞ্চ করল LIC

Leave a Comment