সরকারি কর্মীদের ডি এ (DA) বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে নয়া আপডেট। এনডিটিভি প্রদত্ত খবর অনুযায়ী জানা যায় অর্থ সচিব টিভি সোমনাথন-কে অষ্টম বেতন কমিশন নিয়ে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল।
আর ওই সাক্ষাৎকারের সময়ই প্রশ্নের জবাব স্বরূপ নিজের মত করে উত্তর দেন তিনি। আর তার বক্তব্য অনুযায়ী যা জানা যায় সেটি সরকারি কর্মীদের জন্য খুব একটা ভালো সংবাদ নয়।
এই বিষয়ে জানিয়ে রাখি ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারের সমূহ সরকার কার্যকর করেছিল। আর ওই সময়ে আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলা অনুযায়ী সরকারি কর্মীরা বেতন হিসেবে ২৬ হাজার টাকা করে দাবি জানিয়েছিল।
আরও পড়ুন: Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য লোন নেবেন? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে লোন পাবেন
সরকারি কর্মীরা এই দৃঢ় ভাবে এই প্রস্তাব জানালেও ওই সময় তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া হয় আর পরিবর্তে তাদের বেতন ১৮০০০ টাকা স্বরূপ ধার্য করা হয়।
সপ্তম বেতন কমিশন ধার্য করা হয়েছিল ২০১৪ সালে। তারপরে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ দশটি বছর। এই বিষয় নিয়ে অনেকে দাবি জানিয়েছে যে দীর্ঘ এই সময়ের মধ্যে নয়া পে কমিশনের প্রয়োজন রয়েছে।
এনডিটিভি-র সেই সাক্ষাৎকারে সোমনাথন জানান যে, “২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। আমরা এখন ২০২৪ সালে আছি। ২০২৬ সাল আসতে সময় আছে।”
আরও পড়ুন: Fixed Deposit: বদলে গেল SBI, HDFC, ICICI-এর FD রেট, এখন কত শতাংশ সুদ পাবেন?
প্রতিবছর দুই বার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। সেই নিয়ম অনুযায়ী জুলাই মাসে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করার কথা। কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সেই আশাতেই অধীর আগ্রহে রয়েছে।
একাধিক রিপোর্ট দাবি করছে এবার ৪ শতাংশ হারে ডি এ (DA) বানানো হবে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ৫% হারে বাড়তে পারে। এবার দেখার বিষয় যে কত শতাংশ হারে ডিএ বাড়ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বর্তমানে ১৪ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন। তার মতে ষষ্ঠ বেতন কার্যকর করা হয় ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে। পরবর্তীতে কয়েক দফায় সরকারি কর্মীদের ডি এ (DA) বাড়ানো হয়।
আরও পড়ুন: কত টাকা থাকলে অবসর নেবেন ভাবছেন? আপনার জন্য রইলো বিস্তারিত হিসেব
প্রথমে ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তিন শতাংশ ডিএ (DA) বাড়ানো হয় এরপরে ২০২৩ সালের ১ মার্চে ৩ শতাংশ, ২০২৪ সালের ১ মার্চে চার শতাংশ এবং ২০২৪ সালের ১ এপ্রিলে চার শতাংশ আরে সরকারি কর্মীদের দিয়ে বাড়িয়ে দেওয়া হয়।
তবে সরকার কয়েক দফায় ডি এ (DA)-র পরিমাণ বাড়িয়ে দিলেও রাজ্যের সরকারি কর্মীরা এখনো তাদের কাঙ্খিত হারে ডিএ (DA) পাচ্ছেন না। এবার জুলাই মাসে সরকার কত পরিমাণ ডিএ (DA) বৃদ্ধি করছে সেটাই দেখার আশায় রয়েছে তারা।
আরও পড়ুন: Income Tax: নজির গড়ল ভারতের আয়কর বিভাগ, রিটার্ন জমার সময়সীমা কী বাড়ছে?