DA News Today: খুশির খবর! কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়বে ১ লক্ষ টাকার বেশি, রইলো হিসেব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়তে চলেছে। ২০২৪ সালের জুলাই মাস থেকেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA)। সূত্র থেকে জানা যাচ্ছে, ৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা। এর ফলে ৫৩ শতাংশতে পৌঁছাবে মহার্ঘ ভাতা। সরকারের তরফ থেকে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে। তবে এটি কার্যকর হবে জুলাই মাস থেকেই।
অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মচারীরা
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। সপ্তম পে কমিশন (7th pay commission) অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে কর্মীদের বেতনও বৃদ্ধি পাবে। মহার্ঘ ভাতা জুলাই মাস থেকেই কার্যকর হবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষনা করা হতে পারে।
জুলাই ২০২৪-এর মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে?
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই বছর জুলাই মাস থেকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হতে পারে। এর ফলে ৫০% থেকে ৫৩% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়তে পারে। AICPI (All-India Consumer Price Index) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাস পর্যন্ত পরিসংখ্যান এসেছে। এই পরিসংখ্যান অনুযায়ী, ৩% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ৫২.৯১ শতাংশতে ডিএ স্কোর পৌঁছেছে। জুন মাসের সংখ্যা এখনও আসা বাকি।
আরও পড়ুন: How To Be Crorepati: ৫ কোটি টাকা ৫০ বছরের মধ্যে আয় করতে চান? ৩টি কৌশল জেনে নিন
মহার্ঘ ভাতা হাইক হবে ১,০০,১৭০ টাকা
মহার্ঘ ভাতা ৩ % বৃদ্ধি পেলে মোট মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছাবে ৫৩ শতাংশতে। এখন যদি লেভেল ১ থেকে লেভেল ৫ এর মধ্যে গ্রেড পে ১৮০০ টাকা থেকে ২৮০০ টাকা পর্যন্ত থাকে তাহলে পে ব্যান্ড ১ অনুযায়ী একজন কর্মচারীর বেতন ৩১,৫০০ টাকা হবে। এরপর মহার্ঘ ভাতার পরিমাণ ৫৩% হলে, মোট মহার্ঘ ভাতা হবে ১,০০,১৭০ টাকা। বর্তমানে তিনি ৬ মাসের ভিত্তিতে ৫০ শতাংশ হারে ৯৪,৫০০ টাকা করে পাচ্ছেন। ৬ মাস অন্তর মহার্ঘ ভাতা সংশোধন করা হয়।
আরও পড়ুন: ৩১ অক্টোবর থেকে এই বড় সুবিধা পেতে চলেছেন UPI গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত
মূল বেতনের হিসাব
মূল বেতন ৩১,৫০০ টাকা। বর্তমানে মহার্ঘ ভাতা (৫০%) অর্থাৎ ১৫,৭৫০ টাকা প্রতি মাসে। ৬ মাসের জন্য মহার্ঘ ভাতা (৫০%) অর্থাৎ ৯৪,৫০০ টাকা। নতুন মহার্ঘ ভাতার পরিমাণ হবে (৫৩%) ১৬৬৯৫ টাকা প্রতি মাসে। ৬ মাসের জন্য মহার্ঘ ভাতা (৫৩%) ১৬৬৯৫×৬= ১,০০,১৭০ টাকা হবে।
আরও পড়ুন: ২৫ লাখের রিটার্ন মাত্র ৪৫ টাকা দিয়েই, ধামাকাদার প্ল্যান লঞ্চ করল LIC