প্রায় সব মানুষই তাঁর অবসরকালীন সময়ের কথা ভেবে অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন। এইজন্য সঠিক বিনিয়োগের ক্ষেত্রের খোঁজ করে থাকেন অনেকেই। এই সমস্ত মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা হল এলআইসি (LIC)।
তারা নানা সময়ে বিভিন্ন স্কিম বাজারে এনেছে যা খুবই আকর্ষনীয়। আজকের প্রতিবেদনে এলআইসি (LIC)-র এমনই একটি স্কিমের কথা আলোচনা করা হবে যেখানে নূন্যতম ৪৫ টাকা বিনিয়োগের মাধ্যমে লাখপতি হতে পারেন আপনিও।
মিউচুয়াল ফান্ড কিংবা SIP এর প্রিমিয়ামের তুলনায় LIC এর প্রিমিয়াম অনেকটাই বেশিই হয়ে থাকে বলে অনেকেই এখানে পলিসি কিনতে খুব একটা আগ্রহী হননা।
আরও পড়ুন: Business Idea: টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন, মোটা টাকা রোজগার হবে, রইল দারুণ আইডিয়া
কিন্তু ফান্ডের সুরক্ষা ও সুনিশ্চিত রির্টান পাওয়ার ক্ষেত্রে অনেক মানুষেরই প্রথম পছন্দ LIC। ১৯৫৬ সাল থেকে আজ পর্যন্ত এই ৬৮ বছর ধরে তাঁর গ্রাহকদের নির্ভরযোগ্য পরিষেবা দিয়ে আসছে ভারতের অন্যতম পুরোনো এই সংস্থাটি।
LIC Jeevan Anand Policy সম্পর্কে কিছু কথা
আজ আমরা এই প্রতিবেদনে এলআইসির যে স্কিমটি সম্পর্কে আলোচনা করবো সেটির নাম হল এলআইসি জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Policy)। এই পলিসিতে মাত্র ৪৫ টাকা করে দিলেই ২৫ লক্ষ টাকা পর্যন্ত জমানো যাবে। এই পলিসির মাধ্যমে একাধিক সুবিধা পাবেন উপভোক্তা। কোনো ক্ষেত্রে যদি উপভোক্তার মৃত্যু হয় সেক্ষেত্রে ১২৫ ডেথ বেনিফিট পেয়ে যাবেন নমিনি।
আরও পড়ুন: LIC Saral Pension Plan: ১২ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে, LIC-র এই নতুন স্কিম সম্পর্কে জেনে নিন
এই পলিসিতে আকস্মিক মৃত্যু ঘটলে কিংবা দুর্ঘটনাজনিত কারণে ডিসেবিলিটি হলে অ্যাকসিডেন্ট বেনিফিট রাইডার (দ্বিতীয় ব্যক্তি) ও নতুন ইন্স্যুরেন্স রাইডার যুক্ত করার মত সুবিধা মেলে এখানে। তবে মনে রাখতে হবে ট্যাক্স ছাড় জনিত কোনো সুবিধা এখানে পাওয়া যাবেনা।
LIC Jeevan Anand Policy সুবিধাগুলি হল
(১) এই পলিসি গ্রাহককে নূন্যতম ৬.২৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রিস্ক কভারেজ দেওয়া হয়।
(২) এই প্লানটির মেয়াদ ১৫ থেকে ৩৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
(৩) এই পলিসির নূন্যতম Sum Assured ১ লক্ষ টাকা হয়ে থাকে।