How To Be Crorepati: বর্তমান কালে মানুষের মধ্যে এক নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক মানুষই তাদের কর্মজীবনকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি অবসর নিয়ে নিতে চাইছেন। তাঁরা মনে করছেন অবসর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়ে গেলেই ৬০ কিংবা ৬৫ বছর পর্যন্ত কাজ করার দরকার নেই। বরং আগে আগে কর্মজীবন থেকে অবসর নিয়ে নিলে জীবনকে উপভোগ করা যাবে। আপনিও যদি এমন ভাবনা ভেবে থাকেন তবে আজকের প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এখানে আমরা তিনটি কৌশলের কথা বললাম যার মাধ্যমে আপনি ৫০ বছর বয়সের মধ্যেই ৫ কোটি টাকা উপার্জন কিংবা সঞ্চয় করতে পারেন।
১ নং কৌশল
ধরা যাক আপনার বর্তমান বয়স হল ২৫ বছর এবং আপনি ৫০ বছর বয়সে অবসর নেবেন ভেবেছেন। তাহলে ৫ কোটি টাকার সঞ্চয় ভান্ডার গড়ে তুলতে আপনার কাছে সময় রয়েছে ২৪ বছর। এই সময়ের মধ্যে ৫ কোটি টাকার তহবিল গড়ার জন্য আপনাকে ১,৯২,৫০০ টাকা প্রতিবছর সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে আপনার মাসিক সঞ্চয়ের পরিমাণ করতে হবে ১৬,০৪২ টাকা। আপনার এই বিনিয়োগে সুদের পরিমাণ হতে হবে ১০ শতাংশ হারে।
২ নং কৌশল
ধরা যাক আপনার বর্তমান বয়স হল ৩০ বছর এবং আপনি ৫০ বছর বয়সে অবসর নেবেন ভেবেছেন। তাহলে ৫ কোটি টাকার সঞ্চয় ভান্ডার গড়ে তুলতে আপনার কাছে সময় রয়েছে ১৯ বছর। এই সময়ের মধ্যে ৫ কোটি টাকার তহবিল গড়ার জন্য আপনাকে প্রায় ৪ লক্ষ টাকা প্রতিবছর সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে আপনার মাসিক সঞ্চয়ের পরিমান করতে হবে ৩৩,৩৩৩ টাকা। অবশ্যই আপনার এই বিনিয়োগের সুদের পরিমাণ হতে হবে ১০ শতাংশ হারে।
আরও পড়ুন: ৩১ অক্টোবর থেকে এই বড় সুবিধা পেতে চলেছেন UPI গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত
মনে রাখতে হবে যার গড় মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা তাঁকে আয়ের ৩০ শতাংশ টাকা সঞ্চয় করতে হবে। যেহেতু বিনিয়োগের সময় কম তাই সঞ্চয়ের পরিমাণ ও বৃদ্ধি করতে হবে।
৩ নং কৌশল
ধরা যাক আপনার বর্তমান বয়স হল ৩৫ বছর এবং আপনি ৫০ বছর বয়সে অবসর নেবেন ভেবেছেন। তাহলে ৫ কোটি টাকার সঞ্চয় ভান্ডার গড়ে তুলতে আপনার কাছে সময় রয়েছে ১৪ বছর। এই সময়ের মধ্যে ৫ কোটি টাকার তহবিল গড়ার জন্য আপনাকে প্রায় ৮,৮৫,০০০ টাকা প্রতিবছর সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে আপনার মাসিক সঞ্চয়ের পরিমান করতে হবে ৭৩,৭৫০ টাকা। অবশ্যই আপনার এই বিনিয়োগের সুদের পরিমাণ হতে হবে ১০ শতাংশ হারে।
আরও পড়ুন: ২৫ লাখের রিটার্ন মাত্র ৪৫ টাকা দিয়েই, ধামাকাদার প্ল্যান লঞ্চ করল LIC
১০ শতাংশ সুদের হারে রিটার্নের কথা কেন বলা হচ্ছে
বয়স অনুসারে মানুষের সঞ্চয়ের পরিমাণও ওঠানামা করে। তাই আর্থিক স্থিতিশীলতা ও হিসেবের সুবিধার জন্য আমরা ১০ শতাংশকে সুদের হিসেবে ধরে নিয়েছি। এবং এইজন্য আমরা এখানে বয়সকাঠামো অনুসারে রির্টানের একটি সাম্ভাব্য মানও দিয়েছি।
আরও পড়ুন: Business Idea: টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন, মোটা টাকা রোজগার হবে, রইল দারুণ আইডিয়া
সম্ভাব্য রিটার্নের পরিমাণ (গড় হিসেবে)
৪০ বছর বয়স পর্যন্ত প্রায় ১২ শতাংশ হারে রির্টান পাওয়া যাবে।
৪১-৪৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৯ শতাংশ রির্টান পাওয়া যাবে।
৪৬-৫০ বছর বয়স পর্যন্ত প্রায় ৭ শতাংশ রির্টান পাওয়া যাবে।
আরও পড়ুন: LIC Saral Pension Plan: ১২ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে, LIC-র এই নতুন স্কিম সম্পর্কে জেনে নিন