LIC Saral Pension Plan: LIC Saral Pension Plan: অবসর গ্রহণের পর বাকি জীবনটা ভালোভাবে কাটাতে সবাই চান। কিন্তু তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। যাতে বৃদ্ধ বয়সে আর্থিক স্বচ্ছলতা পাওয়া যায়।
আজকাল অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শেয়ার বাজার (Share Market) এবং অনেক সরকারি প্রকল্পগুলিতেও বিনিয়োগ করে থাকেন। তবে শেয়ার মার্কেটে (Share Market) যেহেতু ঝুঁকির পরিমাণ থাকে সেহেতু বেশিরভাগ মানুষই সরকারি প্রকল্পগুলিই বেছে নেন।
আপনি যদি অবসর গ্রহণের জন্য একটি নির্দিষ্ট উপার্জন চান এবং আপনি যদি কোনো ঝুঁকির সম্মুখীন হতে না চান তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই।
আজ আমরা আপনাদেরকে এলআইসি (LIC)-এর একটি স্কিম সম্পর্কে জানাবো যা একটি নির্দিষ্ট পরিমাণের গ্যারান্টি দেবে কিন্তু যেখানে বিনিয়োগ করলে কোনোরকম ঝুঁকি থাকবে না। LIC-এর এই স্কিমটি হল এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan)। এটি প্রতি মাসে পেনশনের নিশ্চয়তা দেয়।
এলআইসি সরল পেনশন প্ল্যানে (LIC Saral Pension Plan) আপনি একবারই বিনিয়োগ করতে পারেন এবং সারা জীবন পেনশন পেতে থাকবেন। অবসর পরিকল্পনা হিসেবে এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan) খুবই জনপ্রিয়। এখানে বিনিয়োগ করলে আপনি অবসরের পর প্রতি মাসে ১২০০০ টাকা করে পেনশন পাবেন।
কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি বা বেসরকারি সেক্টরে কাজ করে থাকেন এবং অবসর গ্রহণের পর পিএফ তহবিল থেকে প্রাপ্ত অর্থ এবং গ্র্যাচুইটির পরিমাণ বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি অবসরের পর সারা জীবন প্রতি মাসে পেনশন পেতে থাকবেন।
এলআইসি সরল পেনশন স্কিম (LIC Saral Pension Plan)
এলআইসি সরল পেনশন স্কিমে (LIC Saral Pension Plan) ৪০ বছরের কম বয়সী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন না। এই পলিসিতে আপনাকে প্রতি মাসে ১০০০ টাকার একটি বার্ষিকী (Annuity) কিনতে হবে। যেখানে ৩ মাস অন্তর সর্বনিম্ন ৩ হাজার টাকার বার্ষিকী (Annuity) কিনতে হবে। ৬ মাস অন্তর ৬ হাজার টাকার বার্ষিকী (Annuity) কিনতে হবে এবং ১ বছরের জন্য ১২ হাজার টাকার বার্ষিকী (Annuity) কিনতে হবে।
১২ হাজার টাকা পেনশন কীভাবে পাবেন?
এলআইসি-এর সরল পেনশন স্কিমে (LIC Saral Pension Plan) আপনি বার্ষিক কমপক্ষে ১২০০০ টাকার পলিসি কিনতে পারেন। এছাড়াও এলআইসি-এর সরল পেনশন স্কিমে আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। কোনো ব্যক্তি এই পলিসি প্ল্যানের অধীনে একবার প্রিমিয়াম পরিশোধ করে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক পেনশনের সুবিধা পেতে পারেন। এলআইসি (LIC) ক্যালকুলেটর অনুযায়ী, ৪২ বছর বয়সী কোনো ব্যক্তি যদি ৩০ লাখ টাকার একটি বার্ষিকী (Annuity) কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে তিনি ১২,৩৮৮ টাকা করে পেনশন পাবেন।
এলআইসি (LIC)-এর এই প্ল্যানটি কেনার জন্য আপনি লোনও নিতে পারেন। বিস্তারিতভাবে জানতে আপনাকে www.licindia.in-এ যেতে হবে। তবে আপনার বিনিয়োগের উপর ঋণের পরিমাণ নির্ভর করবে।