Airtel 5G Plans: Jio-কে পেছনে ফেলে দুর্দান্ত 5G প্ল‍্যান এনেছে এয়ারটেল! রইলো 5G প্ল‍্যানের তালিকা

Airtel 5G Recharge Plans: দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) জুলাই মাসের শুরুতেই তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। সেই কারণে গ্রাহকরা তুলনামূলক সস্তা রিচার্জ প্ল্যানের খোঁজ করছিলেন। সেইজন্য কিছুদিন বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকছিলেন গ্রাহকরা।

কিন্তু অন্যান্য টেলিকম সংস্থাগুলি ৫জি পরিষেবা দিলেও বিএসএনএল (BSNL)-এর এখনও ৫ জি পরিষেবা নেই। এই কারণে গ্রাহকরা ৫জি ইন্টারনেট পরিষেবা যুক্ত প্ল্যানের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন।

রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) প্রতিটি সংস্থারই ৫জি পরিষেবা যুক্ত রিচার্জ প্ল্যান রয়েছে। প্রথমে উল্লেখ করা হয়েছে, জুলাই মাসের শুরুতেই টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: ব্যবসার জন্য এই রাজ্যের সরকার ১০ লাখ টাকা লোন দিচ্ছে, ১৬ অগাস্ট আবেদনের শেষ তারিখ

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি হলেও এয়ারটেল (Airtel) তাদের ৫জি ইন্টারনেট পরিষেবাযুক্ত আলাদা কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ায় নি। এয়ারটেল (Airtel) ৫জি ইন্টারনেট পরিষেবাযুক্ত কিছু নতুন প্ল্যান বাজারে এনেছে।

অপরদিকে জিও (Reliance Jio) তাদের ৫জি ইন্টারনেট পরিষেবাযুক্ত রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিয়েছে। এই কারণে গ্রাহকদেরকে একটু হলেও স্বস্তি দিচ্ছে এয়ারটেল (Airtel)। এয়ারটেল (Airtel)-এর কত টাকায় কতদিন ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যান রয়েছে, তা জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Mutual Fund: ২০%-এর বেশি রিটার্ন দিয়েছে এই ৬ মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের আগে জানুন বিস্তারিত

এয়ারটেল (Airtel)-এর ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন পর্যন্ত থাকবে। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ২ জিবি করে ৫জি ডেটা পাবেন।

এয়ারটেল (Airtel)-এর ৪০৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর ৪০৯ টাকার রিচার্জ প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি করে ৫জি ডেটা পাবেন।

এয়ারটেল (Airtrel)-এর ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে দৈনিক ২.৫ জিবি করে ৪জি ডেটা সহ ৫জি ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: DA News Today: খুশির খবর! কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়বে ১ লক্ষ টাকার বেশি, রইলো হিসেব

এয়ারটেল (Airtel)-এর ৮৩৮ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৫৬ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন। এই প্ল্যানটিতে দৈনিক ৩ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে।

এয়ারটেল (Airtel)-এর ১৭৯৮ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও দৈনিক ৩ জিবি করে ৪জি ডেটা পাবেন গ্রাহকরা। অতিরিক্ত সুবিধা হিসেবে নেটফ্লিক্স (Netflix)-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

এয়ারটেল (Airtel)-এর ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। যে সমস্ত গ্রাহকরা এক বছরের জন্য একটি নিশ্চিত প্ল্যান খোঁজেন তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। এই রিচার্জ প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে দৈনিক ২ জিবি করে ৪জি ডেটা পাবেন গ্রাহকরা।

Leave a Comment