Airtel Recharge Plan: জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে। এই নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা চলছে।
টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে গ্রাহকরা তুলনামূলক সংস্থা রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন। এয়ারটেল (Airtel) সংস্থা তাদের গ্রাহকদের জন্য একটি মান্থলি ক্যালেন্ডার রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। এই রিচার্জ প্ল্যানটিতে পুরো ১ মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। কিন্তু মাসের একটি নির্দিষ্ট তারিখে কিন্তু এই মান্থলি প্ল্যানটিতে রিচার্জ করতে হবে।
যদি কোনো গ্রাহক মাসের ২০ তারিখে এই প্ল্যানটিতে রিচার্জ করে থাকেন তাহলে পরের মাসেও তাকে ২০ তারিখেও রিচার্জ করতে হবে। আসুন এয়ারটেল (Airtel)-এর এই মান্থলি রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Mutual Fund-এ ৫ গুণ বেড়েছে বিনিয়োগ, ব্যাঙ্কে আর কেউ টাকা রাখছে না, জেনে নিন এই বৃদ্ধির কারণ
এয়ারটেল (Airtel)-এর এই মান্থলি রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকদেরকে প্রতিমাসে ৩৭৯ টাকা করে খরচ করতে হবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি করে ডেটা এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন। যেহেতু এটি একটি মান্থলি রিচার্জ প্ল্যান সেহেতু এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে পুরো একমাস।
এই প্ল্যানটিতে দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কে ফ্রি কল করা যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে উইন্ক মিউজিক এর সাবস্ক্রিপশনও পাবেন।
আরও পড়ুন: Money Making Tips: এই ১১টি জিনিস মাথায় রাখলে মিউচুয়াল ফান্ডে বিপুল রিটার্ন পাবেন
এয়ারটেল (Airtel)-এর ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়াও আরও দুটি মান্থলি ক্যালেন্ডার প্ল্যান রয়েছে। এর মধ্যে একটি রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদেরকে প্রতি মাসে ৪২৯ টাকা খরচ করতে হবে। আগের রিচার্জ প্ল্যানটির মতো এই প্ল্যানটিতেও একই সুবিধা পাওয়া যাবে। তবে এই রিচার্জ প্ল্যানটিতে ২ জিবির পরিবর্তে দৈনিক ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে।
এয়ারটেল (Airtel)-এর আরেকটি রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদেরকে প্রতি মাসে ৬০৯ টাকা করে খরচ করতে হবে। আগের দুটি রিচার্জ প্ল্যানের মতো এই প্ল্যানটিতেও একই রকম সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যানটিতে মোট ৬০ জিবি ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন: Money Making Tips : এই বিদেশি ফল থেকে আপনিও প্রচুর টাকা উপার্জন করতে পারবেন! জেনে নিন পদ্ধতি