Airtel Recharge Plan: ২৫০ টাকার কম দামে এয়ারটেল প্ল্যান, ৩০ দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, ডেটা কলিং সহ একগুচ্ছ সুবিধা দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) জুলাই মাসের শুরুতেই তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে। এর ফলে মধ্যবিত্ত গ্রাহকদের পকেটে বেশ ভালোই টান পড়েছে। সেই জন্য গ্রাহকরা তুলনামূলক সস্তা রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন।
এয়ারটেল (Airtel)-এর বেশ কয়েকটি সস্তা রিচার্জ প্ল্যান আছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের এয়ারটেল (Airtel)-এর ২৫০ টাকার কম দামের রিচার্জ প্ল্যানগুলি সম্বন্ধে জানাবো। এই প্রত্যেকটি প্ল্যানেই ফ্রি ভয়েস কলিং, এসএমএস এবং দৈনিক ডেটার সুবিধা পাওয়া যাবে।
আসুন তাহলে এয়ারটেল (Airtel)-এর ২৫০ টাকার কম দামের রিচার্জ প্ল্যানগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের জন্য পাওয়া যাবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা মোট ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে ফ্রি হেলো টিউন, উইন্ক মিউজিক এর সাবস্ক্রিপশনও পাবেন।
এয়ারটেল (Airtel)-এর ২১৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airtel)-এর ২১৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মোট ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানটিতে মোট ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।
আরও পড়ুন: ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে EMI কত দিতে হবে? রইলো হিসেব
এয়ারটেল (Airtel)-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airtel)-এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে মোট ২৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১ জিবি করে ডেটার সুবিধা পাবেন। অর্থাৎ গ্রাহকরা মোট ২৪ জিবি ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: Gold Price Latest Update: এখনও সোনা এতটা সস্তা! মালামাল হবেন কিনলেই; কত টাকা লাভ হবে?