Jio vs Airtel: ২০০ টাকারও কমে এয়ারটেল-জিও-র সবচেয়ে সস্তা প্ল্যান, ফ্রি কলিং এবং ডেটা সহ বেশি সুবিধা কে দিচ্ছে?

Jio vs Airtel Recharge Plan: দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) জুলাই মাসে তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এই টেলিকম সংস্থাগুলি আগের তুলনায় ২৫ শতাংশ দাম বৃদ্ধি করেছে। এর ফলে গ্রাহকদেরকে রিচার্জ প্ল্যানের জন্য অতিরিক্ত টাকা খরচ করছে হচ্ছে।

এই কারণে গ্রাহকরা তুলনামূলক সংস্থা রিচার্জ প্লানের খোঁজ করছেন। ২০০ টাকার কমে কোন কোন রিচার্জ প্ল্যান রয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো।

এয়ারটেল (Airtel) এবং জিও (Jio) এই দুটি সংস্থারই ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যান আছে। এই প্ল্যানগুলিতে প্রতিদিনের ডেটা এবং ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে। আসুন এই প্ল্যানগুলি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Jio-কে বাজিমাত Airtel-এর! পুজোর আগেই সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান আনল Airtel

জিও (Jio)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য ১৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। জিও (Jio)-এর ১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ১৮ দিন।

আরও পড়ুন: দোকানে ছোট ১ টাকা নিচ্ছেনা? ৯৯% মানুষই রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম জানেন না

এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি করে ডেটা হিসেবে মোট ২৭ জিবি ডেটা পাবেন। এর সাথে গ্রাহকরা দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পাবেন। এছাড়াও গ্ৰাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে জিও সিনেমা (Jio Cinema), জিও টিভি (Jio TV) এবং জিও ক্লাউডের (Jio Clod) সাবস্ক্রিপশনও পাবেন।

আরও পড়ুন: Mutual Fund-এ ৫ গুণ বেড়েছে বিনিয়োগ, ব্যাঙ্কে আর কেউ টাকা রাখছে না, জেনে নিন এই বৃদ্ধির কারণ

এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর মতো একই দামে এয়ারটেলও (Airtel) তার গ্রাহকদের জন্য ১৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং ডেটার সুবিধা পাবেন।

তবে এয়ারটেল (Airtel)-এর এই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মাত্র ২ জিবি ডেটা‌ পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি পাওয়া যাবে ২৮ দিনের জন্য। এই প্ল্যানটিতে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে উইঙ্ক মিউজিক, ফ্রি হ্যালো টিউন্স এর সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

Jio VS Airtel

জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) উভয় টেলিকম সংস্থারই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান আছে। ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) তাদের গ্রাহকদেরকে আলাদা আলাদা সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন: Mutual Fund-এ ৫ গুণ বেড়েছে বিনিয়োগ, ব্যাঙ্কে আর কেউ টাকা রাখছে না, জেনে নিন এই বৃদ্ধির কারণ

তবে ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও (Jio) তার গ্রাহকদেরকে বেশি ডেটা অফার করছে। সেদিক থেকে এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে অনেক কম পরিমাণ ডেটা পাওয়া যাচ্ছে।

তবে এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি বেশি দিনের জন্য পাওয়া যাচ্ছে। জিও (Jio)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি তুলনামূলক কম দিনের জন্য পাওয়া যাচ্ছে। কিন্তু এয়ারটেল (Airtel) এবং জিও (Jio) উভয়ের ১৯৯ টাকা রিচার্জ প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Money Making Tips: এই ১১টি জিনিস মাথায় রাখলে মিউচুয়াল ফান্ডে বিপুল রিটার্ন পাবেন

Leave a Comment