Bank Holiday: আগস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা দেখে নিন

একাধিক অফিসিয়াল কাজের জন্য কম-বেশি সবাইকেই প্রতি মাসে ব্যাঙ্কে যেতে হয়। এই অবস্থায় ব্যাংকে গিয়ে যদি দেখা যায় যে ব্যাংক বন্ধ রয়েছে তাহলে সেটা খুবই খারাপ বিষয় হয়ে দাঁড়ায়। এই অবস্থায় প্রতি মাসে কোন তারিখে ব্যাংক বন্ধ থাকছে সেটা জেনে নেওয়া একান্ত দরকার। নাহলে প্রয়োজনীয় কাজে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে হয়।

সাধারণ গ্রাহকদের এই সুবিধা বাদে ব্যাংকের কর্মীদেরও অগ্রিম ছুটির সম্পর্কে জেনে নেওয়া দরকার। পাশাপাশি যারা ব্যাংকের কর্মী রয়েছেন তারা যদি আগে থেকে ব্যাংকের ছুটির সম্পর্ক অবগত হতে পারেন তাহলে তাদের ছুটির ভ্রমণ বা অন্যান্য বিষয়ে প্ল্যানিং করতে সুবিধা হয়।

দেশের সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-র তরফ থেকে প্রতিমাসের কোন তারিখে ব্যাংক বন্ধ থাকবে তার একটি তালিকা প্রস্তুত করা হয়ে থাকে। জুলাই মাস শেষে এবার আগস্ট মাস খুব শীঘ্রই আসতে চলেছে।

আরও পড়ুন: LIC Jeevan Anand Policy: LIC-র দুর্দান্ত স্কিম! লক্ষ লক্ষ টাকা পাবেন মেয়াদ শেষে, জানুন বিস্তারিত

এই মাসে ব্যাংকের কত তারিখে ছুটি থাকবে তা তালিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আগামী আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। নিম্নে রিজার্ভ ব্যাংকের প্রকাশিত সেই তালিকা প্রকাশ করা হলো-

আগস্ট মাসের ছুটির তালিকা

১) ৩ আগস্ট শনিবার- কের পূজা উপলক্ষে আগরতলার ব্যাংক বন্ধ থাকবে।

২) ৪ আগস্ট রবিবার- সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৩) ৭ আগস্ট বুধবার- হরিয়ালি তিজ পরবের উপলক্ষে হরিয়ানার ব্যাংক বন্ধ থাকবে।  

আরও পড়ুন: DA News: সরকারি কর্মীদের বেতন-ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট এলো! কী জানালো সরকার?

৪) ৮ আগস্ট বৃহস্পতিবার- ‘গ্যাংরম লো রাং ফট’ উৎসব উপলক্ষে গ্যাংটকের ব্যাংক বন্ধ থাকবে।

৫) ১০ আগস্ট শনিবার- মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ওই দিন দেশে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৬) ১১ আগস্ট রবিবার- সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে।

৭) ১৩ আগস্ট মঙ্গলবার- দেশপ্রেমিক দিবস এর কারণে ইম্ফলের ব্যাঙ্ক ছুটি থাকবে।

৮) ১৫ আগস্ট বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের ব্যাংক বন্ধ থাকবে।

৯) ১৮ আগস্ট রবিবার – সাপ্তাহিক ছুটি এসে ঐদিন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য লোন নেবেন? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে লোন পাবেন

১০) ১৯ আগস্ট সোমবার- রাখি পূর্ণিমার কারণে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।  

১১) ২০ আগস্ট মঙ্গলবার- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও তিরুবনন্তপুরমের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

১২) ২৪ আগস্ট শনিবার- মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

১৩) ২৫ অগস্ট রবিবার- সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

১৪) ২৬ সোমবার- জন্মাষ্টমীর কারণে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন: Fixed Deposit: বদলে গেল SBI, HDFC, ICICI-এর FD রেট, এখন কত শতাংশ সুদ পাবেন?

Leave a Comment