BSNL Recharge Plan: জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার ফলে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে।
রিচার্জের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষদের পকেটে বেশ ভালোই টান পড়েছে। এই কারণে তুলনামূলক সস্তা সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর উপরেই আস্থা রাখছেন সাধারণ মানুষ।
জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel)-এর তুলনায় দেশের এই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর রিচার্জ প্ল্যানগুলি অনেকটাই সস্তা। বিএসএনএল (BSNL)-এর ন্যূনতম রিচার্জ প্ল্যানের দাম ১০০ টাকারও কম। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম ১০০ টাকার অনেক বেশি।
বিএসএনএল (BSNL)-এর ১০০ টাকার কম দামে ৯৪ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানটিতে গ্রাহকরা ২০০ মিনিট ভয়েস কলের সুবিধা পাবেন। এই প্ল্যানটিতে লোকাল এবং ন্যাশনাল দুই ক্ষেত্রেই ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানটিতে ৩ জিবি পর্যন্ত ডেটাও পাওয়া যাবে।
এছাড়াও ১০০ টাকার কমে বিএসএনএল (BSNL)-এর আরও একটি প্ল্যান রয়েছে। বিএসএনএল (BSNL)-এর এই রিচার্জ প্ল্যানটির দাম ৯৯ টাকা।
আরও পড়ুন: Jio-কে বাজিমাত Airtel-এর! পুজোর আগেই সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান আনল Airtel
বিএসএনএল (BSNL)-এর ৯৯ টাকার এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে লোকাল এবং ন্যাশনাল ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে। তবে এই প্ল্যানটির মেয়াদ ১৭ দিন।
এগুলি ছাড়াও বিএসএনএল (BSNL)-এর আরও অনেক দারুণ প্ল্যান রয়েছে। বিএসএনএল (BSNL)-এর টপ আপ রিচার্জ, ডেটা প্ল্যান রিচার্জের পাশাপাশি বার্ষিক রিচার্জ প্ল্যানের সুবিধাও আছে। বিএসএনএল (BSNL) এত কম দামে রিচার্জ প্ল্যান অফার করায় অনেক গ্রাহকই তাদের সিম কার্ড বিএসএনএল (BSNL)-এ পোর্ট করিয়ে নেওয়ার কথা ভাবছেন।
আরও পড়ুন: Mutual Fund-এ ৫ গুণ বেড়েছে বিনিয়োগ, ব্যাঙ্কে আর কেউ টাকা রাখছে না, জেনে নিন এই বৃদ্ধির কারণ