Business Idea: এমন অনেকেই আছেন যারা ভাবেন যে অন্যের অধীনে চাকরি না করে নিজের একটা ব্যবসা শুরু করবেন। কিন্তু সব থেকে বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মূলধন জোগাড় করার ক্ষেত্রে। ব্যবসা শুরু করার জন্য মূলধন জোগাড় করতে না পেরে অনেকেই আর ব্যবসা করার দিকে এগোতে চান না।
সেই জন্য অনেকের মনেই প্রশ্ন জাগে যে এমন কোনো ব্যবসা কি আদৌ আছে যেখানে কোনোরকম মূলধন লাগবে না? হ্যা এরকম ব্যবসাও আছে। যেখানে আপনাকে এক টাকাও বিনিয়োগ করতে হবে না কিন্তু আপনার মোটা টাকা আয় হবে।
এর জন্য প্রথমেই আপনাকে একটি Thrift Store খুলতে হবে। কিন্তু এই Thrift Store কী?
Thrift Store হল ব্যবহৃত হয়ে যাওয়া পুরনো কাপড়, জামা, আসবাবপত্রের স্টোর। এক কথায় বলতে গেলে লোকের বাড়িতে স্টোর রুমে পড়ে থাকা ব্যবহৃত পুরনো জিনিস বিক্রি।
আরও পড়ুন: LIC Saral Pension Plan: ১২ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে, LIC-র এই নতুন স্কিম সম্পর্কে জেনে নিন
এমন অনেকেই আছেন যারা নিজেদের বাড়ির স্টোর রুমে পুরনো বা ব্যবহৃত জিনিস ফেলে রাখেন। যেমন পুরনো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সোফা, জামাকাপড় ইত্যাদি। নতুন মডেলের আসবাবপত্র বা নতুন ডিজাইনের জামা কাপড় বাজারে এলেই আগের জিনিসগুলি পুরনো হয়ে যায়। তখন সেগুলি বাতিলের লিস্টে চলে যায়। পরে সেই বাতিল জিনিসগুলিকে কাবাড়িওয়ালার কাছে বেঁচে দেওয়া হয়ে থাকে। সেই সব জিনিস থেকেই মোটা টাকা আপনি আয় করতে পারেন।
কারণ বর্তমান দিনে ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা বেশ ভালোই রয়েছে। বিশেষ করে পুরনো জিনিসপত্রের চাহিদা বেশি। মোটরসাইকেল, সেকেন্ড হ্যান্ড গাড়ি ইত্যাদিও অনলাইন বা অফলাইনে দেদার বিক্রি হচ্ছে। যে সমস্ত মানুষ নতুন জিনিস কিনতে পারেন না, তারাই কম দামে জিনিস কেনার জন্য Thrift Store-এ যান।
আপনার স্টোরে লোকে পুরনো জিনিস কেন রাখবেন?
এখন কথা হল আপনার স্টোরে লোকে পুরনো জিনিস রাখবে কেন? এক্ষেত্রে মানুষকে ভালোভাবে আপনাকে বোঝাতে হবে। কারুর বাড়ির স্টোর রুমে পুরনো জিনিস পড়ে থাকলে এই ব্যবসাটি সম্পর্কেও তাকে বোঝাতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে বিক্রির উপর আপনি কমিশন দেবেন।
আপনার রোজগার বাড়বে কীভাবে?
পুরনো জিনিস ভালো করে সারিয়ে রাখা হয় Thrift Store-এ। আপনি আপনার স্টোরের প্রমোশন অনলাইনে করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে ব্যবসাটি করতে চাইলে আপনার বাড়িতেই একটি ঘরকে স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও অফলাইনে করতে চাইলেও একটি ছোট দোকান ঘর হলেই হবে।
যে সমস্ত আইটেমের চাহিদা বেশি
যে সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলিই Thrift Store-এ রাখা উচিত। যেমন ফ্যান, স্মার্ট টিভি, কুলার, গ্যাসের ওভেন, গিজার, মোবাইল, স্টাডি ল্যাম্প ইত্যাদি জিনিসগুলি বিক্রি করতে বেশি সময় লাগে না। আপনি এভাবেই এক টাকাও বিনিয়োগ না করেই অন্যের বাড়ির পুরনো জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার টাকা কমিশন হিসেবে ইনকাম করতে পারবেন। ছোট বা বড় যেকোনো ব্যবসা শুরু করার আগে সব থেকে বড় উদ্বেগ থাকে যে আপনার ক্ষতি হবে কিনা। সেই জন্য পুরনো জিনিসপত্র বিক্রির এই ব্যবসায় লোকসানের কোনো প্রশ্নই থাকে না। সাধারণত, লোকে তাদের পুরনো জিনিসগুলি ২৫ শতাংশ কমিশন দিয়ে এই ধরনের দোকানে বিক্রির জন্য রেখে থাকে।