Fixed Deposit: ফিক্সড ডিপোজিটের সুদের হারে ফের বদল আনল দেশের বড় বড় ব্যাঙ্কগুলি। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক SBI, HDFC, ICICI এবং Axis ব্যাঙ্ক তাঁদের গ্রাহকদেরকে কত পরিমাণ সুদ দিচ্ছে।
SBI (State Bank of India)-এর FD রেট
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য এসবিআই (SBI) ৩.৫০% থেকে ৭.০০% পর্যন্ত স্থায়ী আমানতের সুদের হার অফার করে। ১৫ জুন থেকে এই অফারগুলি কার্যকর হয়েছে।
এসবিআই (SBI) প্রবীণ নাগরিকদের জন্য এই হারগুলিতে আরও ০.৫০% সুদ দেয়। অর্থাৎ সাধারণ গ্রাহকদের থেকে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের স্ট্যান্ডার্ড হারের চেয়ে ০.৫০% বেশি সুদ পাবেন।
আরও পড়ুন: কত টাকা থাকলে অবসর নেবেন ভাবছেন? আপনার জন্য রইলো বিস্তারিত হিসেব
HDFC ব্যাঙ্কের FD রেট
HDFC ব্যাঙ্কটিও তাদের স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করেছে। HDFC ব্যাঙ্ক ২ বছর ১১ মাস থেকে ৩ বছর ১১ মাস পর্যন্ত মেয়াদে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.১৫% থেকে ৭.৩৫% পর্যন্ত করেছে। এছাড়াও এই ব্যাঙ্কটি ৪ বছর ৭ মাস থেকে ৫ বছর ৭ মাসের মেয়াদে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২০% থেকে ৭.৪০% পর্যন্ত করেছে।
ICICI ব্যাঙ্কের FD রেট
এই ব্যাঙ্কটিও ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার ৩% থেকে ৭.২০% অফার করে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর ৩.৫০% থেকে ৭.৭০% হারে সুদ পাবেন। ৩০ শে জুলাই থেকে এই হারগুলি কার্যকর হয়েছে।
আরও পড়ুন: Income Tax: নজির গড়ল ভারতের আয়কর বিভাগ, রিটার্ন জমার সময়সীমা কী বাড়ছে?
Axis Bank-এর FD রেট
এই ব্যাঙ্কটিও ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে তাই আমানতের উপর সাধারণ গ্রাহকদের ৩% থেকে ৭.২০% হার অফার করে। এই হার কার্যকর হয়েছে ১ জুলাই থেকে।
আরও পড়ুন: ১০০ টাকারও কমে আনলিমিটেড কলিং দিচ্ছে BSNL! খুশির হওয়া গ্রাহকমহলে