Gold Price Latest Update: এখনও সোনা এতটা সস্তা! মালামাল হবেন কিনলেই; কত টাকা লাভ হবে?

Gold Price: জুলাই মাসেই কেন্দ্রীয় বাজেট (2024 Interim-Union budget of India) পেশ করা হয়েছে। বাজেটে সোনার উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এর ফলে সোনার দাম অনেকটা কমেছিল।

কিন্তু এই মাসের শুরুতেই অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই সোনার দাম আবারও বাড়তে থাকে। কিন্তু তাহলেও বাজেটের আগে সোনার যা দাম ছিল সেই দামের তুলনায় এখন সোনার দাম অনেকটাই কম।

এখনও ৭০ হাজার টাকার কম রয়েছে সোনার দাম। বাজেটের পর সোনার দাম কমে গেলেও আগস্ট মাসের শুরুতে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)-এ ১৮ জুলাই সোনা প্রতি ১০ গ্রামের দাম ছিল ৭৪,৬৩৮ টাকা। কিন্তু তার তুলনায় এখন সোনার দাম ৪,৮৪৬ টাকা কম।

আরও পড়ুন: Airtel 5G Plans: Jio-কে পেছনে ফেলে দুর্দান্ত 5G প্ল‍্যান এনেছে এয়ারটেল! রইলো 5G প্ল‍্যানের তালিকা

ভারতীয় বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী, ২ আগস্ট ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০,৩৯০ টাকা ছিল। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬২,২৬৫ টাকা। ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৭,০২০ টাকা ছিল।

২০২৪ সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী (Minister of Finance) নির্মলা সীতারামন (Smt. Nirmala Sitharaman) সোনার উপর শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন। সোনার উপর শুল্ক কমার পর সোনার দাম কমতে থাকে। MCX-এ ২৫ জুলাই সোনা প্রতি ১০ গ্রামের ৬৭ হাজার টাকার কাছাকাছি ছিল।

আরও পড়ুন: ব্যবসার জন্য এই রাজ্যের সরকার ১০ লাখ টাকা লোন দিচ্ছে, ১৬ অগাস্ট আবেদনের শেষ তারিখ

গয়না তৈরির জন্য সবক্ষেত্রেই ২২ ক্যারেট সোনা ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়।

১৮ ক্যারেট সোনার উপর ৭৫০ লেখা থাকে। ২১ ক্যারেট সোনার উপর ৮৫০ লেখা থাকে। ২২ ও ২৩ ক্যারেট সোনার উপর যথাক্রমে ৯১৬ ও ৯৫৮ লেখা থাকে। ২৪ ক্যারেট সোনার উপর ৯৯৯ লেখা থাকে।

আরও পড়ুন: Mutual Fund: ২০%-এর বেশি রিটার্ন দিয়েছে এই ৬ মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের আগে জানুন বিস্তারিত

Leave a Comment