কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী (Minister of Road Transport and Highways) নীতিন গড়করি (Shri Nitin Jairam Gadkari), কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) কাছে একটি আবেদন রেখেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি লিখে জানিয়েছেন জীবন ও চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ জিএসটি তুলে দেওয়ার বিষয়টি যেন ভেবে দেখা হয়।
এই চিঠিতে তিনি আরও জানিয়েছেন যে নাগপুর ডিভিশনের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন এই বিষয়ে একটি স্মারকলিপি তাঁর কাছে জমা দিয়েছে। তাঁর কথায় জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ করার অর্থ হল অনেকটা জীবনের উপর কর বসানোর মতোই।
১৮ শতাংশ জিএসটি (GST) অনেক ক্ষেত্রে উন্নয়নে বাধা তৈরি করে
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তাঁর লেখা চিঠিতে জানিয়েছেন জীবন বিমা কিংবা চিকিৎসা বিমা এসবের ওপর জিএসটি বসলে তা অনেকটা ব্যয়বহুল হয়ে যায় এবং অনেকেই তখন এটি কিনতে অক্ষম হন। তাই এসব ক্ষেত্রে কর না আরোপ করাই ভালো। অতিরিক্ত কর আরোপের জন্য অনেক সময় সংশ্লিষ্ট সেক্টরের বিকাশ ব্যাহত হয়।
আরও পড়ুন: ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে EMI কত দিতে হবে? রইলো হিসেব
নীতিন গড়করি চিঠিতে জানিয়েছেন যে ইউনিয়ন জীবন বিমা, চিকিৎসা বিমা প্রিমিয়াম সংক্রান্ত পুরোনো বিধি চালু করার দাবি পেশ করেছে। এছাড়া পাবলিক সেক্টরের জন্য সাধারণ বিমা সংস্থাগুলির একত্রীকরণ এর দাবি তুলেছে।
জীবন বিমা এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি বসানো হলে সেটি ক্রয় করা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তাই চিঠিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত এবিষয়ে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন: Gold Price Latest Update: এখনও সোনা এতটা সস্তা! মালামাল হবেন কিনলেই; কত টাকা লাভ হবে?
GST পুনর্বিবেচনার দাবি আগেও উঠেছে
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এর আগেও স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের উপর যে পরিমাণ জিএসটি আছে সেটি বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল। চলতি বছরের জুন মাসেই ভারতের সাধারণ বিমা এজেন্ট অ্যাসোসিয়েশনের কনফেডারেশন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে ব্যক্তিগত মেডিক্যাল পলিসির ক্ষেত্রে বর্তমানের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার জন্য। জিএসটি কম থাকলে সামাজিক নিরাপত্তা পলিসি হিসেবে এগুলো কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। অপরদিকে নন-লাইফ ইন্স্যুরেন্স এজেন্টদের অ্যাসোসিয়েশনের দাবি গত ৫ বছরে স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের মূল্য প্রায় দ্বিগুন হয়েছে।
আরও পড়ুন: Airtel 5G Plans: Jio-কে পেছনে ফেলে দুর্দান্ত 5G প্ল্যান এনেছে এয়ারটেল! রইলো 5G প্ল্যানের তালিকা
সংস্থাটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের কাছে লেখা চিঠিতে জানিয়েছিল প্রিমিয়াম এর ক্রমাগত মূল্যবৃদ্ধি, চিকিৎসার খরচ বৃদ্ধি ইত্যাদি নানা কারণে পলিসি রিনুয়াল এর হার ক্রমশ হ্রাস পাচ্ছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে খুচরা স্বাস্থ্য বিমা পলিসি রিনুয়াল এর হার গড়ে ৬৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ। এর ফলে বোঝাই যাচ্ছে অনেক মানুষ বিমার প্রিমিয়াম খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় তা দিতে অক্ষম হয়েছেন।
আরও পড়ুন: ব্যবসার জন্য এই রাজ্যের সরকার ১০ লাখ টাকা লোন দিচ্ছে, ১৬ অগাস্ট আবেদনের শেষ তারিখ