Personal Loan Calculator: আপনার যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় এবং আপনি আপনার জমানো সঞ্চয় ভাঙাতে চান না। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার একমাত্র রাস্তা হতে পারে পার্সোনাল লোন (Personal Loan) নেওয়া।
কিন্তু ব্যাঙ্ক আপনাকে পার্সোনাল লোন (Personal Loan) দেওয়ার আগে আপনার মাসিক আয়, ক্রেডিট স্কোর, আপনার মাসে কত টাকা ইএমআই (EMI) দেওয়ার ক্ষমতা আছে ইত্যাদি যাচাই করবে। তারপর লোন পরিশোধও করতে হবে। সুদ সমেত বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এটিকে ইএমআই (EMI) বলা হয়।
উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি যদি ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিয়ে থাকেন, তাহলে ৩,৫, ৭ বছরের মেয়াদে ইএমআই (EMI) কত পড়তে পারে সেটি দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Gold Price Latest Update: এখনও সোনা এতটা সস্তা! মালামাল হবেন কিনলেই; কত টাকা লাভ হবে?
পার্সোনাল লোনে সুদের হার ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়। স্টেট ব্যাঙ্ক (State Bank of India) ১১.২৫ শতাংশ হারে সুদ নেয় পার্সোনাল লোনে।
কেউ যদি ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন ৩ বছরের মেয়াদে এই ১১.২৫ শতাংশ সুদের হারে নেন, তাহলে তাকে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী, প্রতি মাসে ইএমআই হিসাবে ৩২,৮৫৭ টাকা। সুদ হিসেবেই শুধু তাকে ১,৮২,৮৬০ টাকা পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: Airtel 5G Plans: Jio-কে পেছনে ফেলে দুর্দান্ত 5G প্ল্যান এনেছে এয়ারটেল! রইলো 5G প্ল্যানের তালিকা
১০ লক্ষ টাকার পার্সোনাল লোন পাঁচ বছরের মেয়াদে নিলে, পার্সোনাল লোন (Personal Loan) ক্যালকুলেটর অনুযায়ী প্রতি মাসে তাকে ইএমআই হিসেবে ২১,৮৬৭ টাকা দিতে হবে। শুধু সুদ হিসেবেই তাকে ৩,১২,০৩৮ টাকা পরিশোধ করতে হবে।
একইভাবে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন (Personal Loan) সাত বছরের মেয়াদে নিলে, পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী প্রতি মাসে তাকে ইএমআই হিসেবে ১৭,২৫৪ টাকা দিতে হবে। শুধু সুদ হিসেবেই তাকে ৪,৪৯,৩৫০ টাকা শোধ করতে হবে।
এখানে দেখা যাচ্ছে যে, মেয়াদ যত বাড়ছে মাসিক ইএমআই (EMI)-এর পরিমাণ ততটাই কমছে। কিন্তু সুদ হিসেবে বেশি টাকা দিতে হবে।
আরও পড়ুন: Airtel 5G Plans: Jio-কে পেছনে ফেলে দুর্দান্ত 5G প্ল্যান এনেছে এয়ারটেল! রইলো 5G প্ল্যানের তালিকা
৩ বছরের মেয়াদে সুদ ও আসল মিলিয়ে ১১,৮২,৮৬০ টাকা পরিশোধ করতে হবে। ৫ বছরের মেয়াদে সুদ ও আসল মিলিয়ে ১৩,১২,০৩৮ টাকা পরিশোধ করতে হবে। ৭ বছরের মেয়াদে সুদ ও আসল মিলিয়ে ১৪,৪৯,৩৫০ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ ইএমআই এর বোঝা একদিকে যেমন কমে যাচ্ছে, তেমনই সুদ হিসেবে বেশি টাকা পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: ব্যবসার জন্য এই রাজ্যের সরকার ১০ লাখ টাকা লোন দিচ্ছে, ১৬ অগাস্ট আবেদনের শেষ তারিখ