Income Tax: নজির গড়ল ভারতের আয়কর বিভাগ, রিটার্ন জমার সময়সীমা কী বাড়ছে?

নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই আয়কর সংগ্রহের নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে রেকর্ড গড়ে ফেলল আয়কর বিভাগ। কেন্দ্রীয় সংস্থাটি একথা নিজস্ব এক্স হ্যান্ডেলেই ঘোষণা করেছে।

আয়কর রিটার্ন (Income Tax Return) জমা করার সময়সীমা যতই কমে আসছে ততই পোর্টালের উপর চাপ বাড়ছে। এক্ষেত্রে সমস্যায় পড়ছেন আয়করদাতারা। বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থাও এই সমস্যায় ভুক্তভোগী। তাই AIFTP তরফে অনুরোধ করা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করার শেষ সময়সীমা বর্ধিত করে ৩১ জুলাই এর বদলে ৩১ অগস্ট করা হোক।

কিন্তু আয়কর বিভাগ তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে আয়কর রিটার্ন (ITR) জমা করার সময়সীমায় কোনো পরিবর্তন হবে না। আয়কর জমা করার শেষ সময়সীমা ৩১ জুলাই পর্যন্তই থাকবে। তাই এই সময়ের মধ্যেই আয়করদাতাদের আয়কর রির্টান জমা করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: ১০০ টাকারও কমে আনলিমিটেড কলিং দিচ্ছে BSNL! খুশির হওয়া গ্রাহকমহলে

আয়কর বিভাগ তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানিয়েছেন যে চলতি জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত আইটিআর ফাইল করা হয়েছে প্রায় ৫ কোটিরও বেশি এই সংখ্যাটি গতবারের তুলনায় যথেষ্ঠ বেশি।

আয়কর জমা দিন নির্দিষ্ট সময়সীমা পেরোনোর আগে। নাহলে যে যে সমস্যা হতে পারে তা হল

আয়কর জমা দেওয়ার শেষ তারিখটি হল ৩১ জুলাই। এর মধ্যে আয়কর জমা না করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। যেমন-

i) পুরানো কর কাঠামোয় থাকা বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন না।

ii) ৩০ জুলাই এরপর নতুন কর কাঠামো কার্যকর হওয়ায়  বাড়তে পারে করের পরিমাণও।

আরও পড়ুন: Jio vs Airtel: ২০০ টাকারও কমে এয়ারটেল-জিও-র সবচেয়ে সস্তা প্ল্যান, ফ্রি কলিং এবং ডেটা সহ বেশি সুবিধা কে দিচ্ছে?

iii) এই দেরির জন্য দিতে হতে পারে লেট ফাইন। ৫  লাখ টাকার নীচে আয় হলে লেট ফাইন হবে ১০০০ টাকা। ৫ লাখ টাকার উর্দ্ধে আয় হলে এই লেট ফাইন ৫০০০ টাকা।

iv) আপনার কর বকেয়া থেকে গেলে ওই করের ওপর ১ শতাংশ হারে সুদ দিতে হবে প্রতি মাসে।

v) ভবিষ্যতে এই ক্ষতিপূরণ কোনো ভাবে ফেরত পাঠানো হবেনা।

আরও পড়ুন: Jio-কে বাজিমাত Airtel-এর! পুজোর আগেই সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান আনল Airtel

Leave a Comment