LIC Jeevan Anand Policy: বিনিয়োগকারীদের উপর ভীষণ প্রভাব সৃষ্টি করে নানা ধরনের এলআইসি স্কিম। অল্প অল্প সঞ্চয় করে মোটা অঙ্কের টাকা রিটার্ন পাওয়ার সুবিধা দিচ্ছে এলআইসি (Life Insurance Corporation of India)। বিয়োগকারীরা এই প্রকল্পের মাধ্যমে মালামাল হয়ে যাবেন।
বিনিয়োগকারীদের জন্য এলআইসি এর জীবন আনন্দ স্কিম (LIC Jeevan Anand Policy) একটি বড় সুখবর নিয়ে এসেছে। বিনিয়োগকারীরা এই পলিসির মাধ্যমে অনেক সুবিধা পাবেন।
এলআইসি (LIC)-এর এই জীবন আনন্দ স্কিম দৈনিক ৪৫ টাকা করে বিনিয়োগ করলে আপনি একটি নির্দিষ্ট সময় পর ২৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারবেন।
আরও পড়ুন: DA News: সরকারি কর্মীদের বেতন-ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট এলো! কী জানালো সরকার?
এলআইসি (LIC)-এর জীবন আনন্দ পলিসির চারটি বিশেষত্ব আছে। দুর্ঘটনাকালীন সুরক্ষা, দুর্ঘটনায় মৃত্যুর সুরক্ষা, দুর্ঘটনায় শারীরিক ক্ষয়ক্ষতি, নতুন ক্রিটিকাল সুরক্ষা এগুলির মধ্যে অন্তর্গত।
এই পলিসিতে বিনিয়োগ করলে দুর্ঘটনার ফলে ১২৫% পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও বিনিয়োগকারীরা আয়কর ছাড়ের সুবিধাও পাবেন। উদাহরণ দিয়ে এই পলিসির হিসাবটি বুঝিয়ে দেওয়া হল।
একজন বিনিয়োগকারীর বয়স যদি ৩০ বছর হয়, তার সাম অ্যাসিওর্ড যদি ৫ লক্ষ টাকা হয়। তাহলে তাকে দৈনিক ৪৫ টাকা করে মাসে ১৩৪১ টাকা বিনিয়োগ করতে হবে।
আরও পড়ুন: Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য লোন নেবেন? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে লোন পাবেন
বিনিয়োগকারী যদি তার ৩৫ বছর পর্যন্ত এই বিনিয়োগ চালিয়ে যেতে পারেন, তাহলে তিনি ৩৫ বছর বয়সে ২৫ লক্ষ টাকা জমাতে পারবেন। ৫ লক্ষ টাকা হল ২৫ লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড। বোনাস টাকা হল ৮.৫০ লক্ষ টাকা।
ফাইনাল অতিরিক্ত বোনাস প্রায় ১১.৫১ লক্ষ টাকা। আপনি এই ভাবেই ২৫ লক্ষ টাকা বোনাস পেতে পারবেন।
এই পলিসিতে ৬.২৫ লক্ষ টাকা রিস্ক কভারেজ পেয়ে যাবেন পলিসি ধারকরা। যেটি বেড়ে ৩০ লক্ষ টাকা হবে।
১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত এই পলিসির সময়সীমা হয়ে থাকে। আপনি নিজের সুবিধা অনুযায়ী ম্যাচুওরিটির মেয়াদ বেছে নিতে পারেন।
আরও পড়ুন: Fixed Deposit: বদলে গেল SBI, HDFC, ICICI-এর FD রেট, এখন কত শতাংশ সুদ পাবেন?