Money Making Tips: এই ১১টি জিনিস মাথায় রাখলে মিউচুয়াল ফান্ডে বিপুল রিটার্ন পাবেন

মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) বিনিয়োগের পরিমান যত দিন যাচ্ছে তত দ্রুতই বাড়ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যমগুলির এটি অন্যতম। শেয়ার মার্কেটের বিনিয়োগের পর এই মাধ্যমেই সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে বর্তমানে। এখানে বিনিয়োগ করলে সহজেই বেশি রিটার্ন পাওয়া সম্ভব এই কারণেই বিনিয়োগ এর পরিমান দিনদিন বাড়ছে।

মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করতে গেলে এসআইপি (SIP)-র মাধ্যমেই বিনিয়োগ করতে হয়। এখানে প্রতি মাসে জমা করতে হয় একটি নির্দিষ্ট পরিমাণের টাকা। এই ব্যবস্থা সেই সব মানুষদের পক্ষে উপযুক্ত যাদের একসাথে বিনিয়োগ করার মতো মোটা টাকা নেই অথচ বিনিয়োগ করতে আগ্রহী তারা। অল্প পরিমাণ টাকায় বিনিয়োগের পথ সুগম করেছে মিউচুয়াল ফান্ড (Mutual Fund)।

এসআইপি (SIP)-তে বিনিয়োগের সর্বনিম্ন সীমা হল মাত্র ১০০ টাকা। অপরদিকে এখানে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমারেখা নেই। বিশেষজ্ঞদের মতে  এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগে নূন্যতম ১২ শতাংশ এবং তার থেকেও বেশি হারে রিটার্ন পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে বিনিয়োগের সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে।

আরও পড়ুন: Money Making Tips : এই বিদেশি ফল থেকে আপনিও প্রচুর টাকা উপার্জন করতে পারবেন! জেনে নিন পদ্ধতি

আপনি কোনো মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করতে ইচ্ছুক হলে আগে দেখে নিতে হবে বিগত বছরগুলোতে ওই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কেমন ছিল। ওই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কেমন রির্টান পাওয়া যেতে পারে ইত্যাদি বিষয় গুলো।

এমন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত যেখানে এক্সপেন্স রেশিও কম হবে। এছাড়া বিনিয়োগ করার সময় ওই ফান্ড ম্যানেজারের বিগত বছর গুলির ট্র্যাক রেকর্ড দেখে নেওয়া দরকার। ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায় তাই এক্ষেত্রে ঝুঁকি কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জেনে নেওয়া ভালো।

আরও পড়ুন: দোকানে ছোট ১ টাকা নিচ্ছেনা? ৯৯% মানুষই রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম জানেন না

নিয়মিত নির্দিষ্ট নিয়ম মেনে বিনিয়োগ করতে হবে তবেই কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে ভালো রকম রির্টান অর্জন সম্ভব। বিনিয়োগ করার আগে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে তবেই সাফল্য পাওয়া সম্ভব।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যেহেতু ঝুকিসাপেক্ষ ব্যাপার তাই ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা থাকলে দীর্ঘমেয়াদে ভালো রির্টান দেবে এমন মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার আগে সঠিক  মিউচুয়াল ফান্ড বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

নিয়মিত বিনিয়োগে ইচ্ছুক হলে ব্যবহার করা উচিত অটো ডেবিট মোড এতে নির্দিষ্ট তারিখটিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: দোকানে ছোট ১ টাকা নিচ্ছেনা? ৯৯% মানুষই রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম জানেন না

মিউচুয়াল ফান্ড খুব দ্রুত ওঠানামা করে ফলে ভেবেচিন্তে এখানে বিনিয়োগ করা ভালো। হঠকারিতার সাথে বিনিয়োগ এর সিদ্ধান্ত নিলে বড়ো ভুল হবে। বাজারের অবস্থা যাই হোকনা কেন নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। আয় বাড়লে অবশ্যই বিনিয়োগ এর পরিমাণ বৃদ্ধি করা উচিত।

আরও পড়ুন: ২.৩৩ কোটি টাকা রিটার্ন পাবেন মাসিক ১০০০ টাকা বিনিয়োগ করেই! দেখে নিন SIP-এর জাদু

Leave a Comment