ব্যবসার জন্য এই রাজ্যের সরকার ১০ লাখ টাকা লোন দিচ্ছে, ১৬ অগাস্ট আবেদনের শেষ তারিখ

যুবকদের স্বনির্ভর করার জন্য, তারা যাতে নিজের পায়ে দাড়াতে পারে এই জন্য তাদের ব্যবসার প্রয়োজনীয় মূলধন জোগাড় করে দিচ্ছে রাজ্য সরকার। এই জন্য সরকারের তরফ থেকে লোনের ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমে প্রথমে আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই থাকলেও পরে সময়সীমা বৃদ্ধি করে ১৬ অগাস্ট বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা (Mukhyamantri Udyami Yojana)

এখানে যে স্কিমের কথা বলা হচ্ছিল, সেটি হল মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা (Mukhyamantri Udyami Yojana)। এই স্কিমটি চালু করেছে বিহার সরকার (Government of Bihar)। এই স্কিমে আবেদনকারী ব্যক্তি নিজের ব্যবসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ অনুদান হিসেবে ও বাকি ৫০ শতাংশ বিনাসুদ ঋণ দেওয়া হবে। ৭ বছর সময়সীমার মধ্যে এটি আপনাকে ফেরত দিতে হবে। মোট ৩টি কিস্তির মাধ্যমে ব্যবসার জন্য এই টাকা দেবে রাজ্য সরকার। প্রথম কিস্তির মাধ্যমে পাওয়া যাবে ৪ লাখ টাকা, দ্বিতীয় কিস্তির মাধ্যমে পাওয়া যাবে ৪ লাখ টাকা ও তৃতীয় কিস্তিতে তথা শেষ কিস্তিতে  ২ লাখ টাকা পাওয়া যাবে।

এই প্রকল্প চালুর উদ্দেশ্য কী?

এই প্রকল্পটি চালু করার প্রধান উদ্দেশ্য হল শিক্ষিত বেকার যুবকদের স্বনির্ভর করা। যে সমস্ত যুবকরা শুধুমাত্র অর্থের অভাবের জন্য নিজের ব্যবসা শুরু করতে পারছে না তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করছে রাজ্য সরকার। এই স্কিমটি চালু করা হয়েছিল ২০১৬ সালে।

আরও পড়ুন: Mutual Fund: ২০%-এর বেশি রিটার্ন দিয়েছে এই ৬ মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের আগে জানুন বিস্তারিত

এই স্কিমের আবেদন করতে হলে আপনাকে যেতে হবে https://udyai.bihar.gov.in এই ওয়েবসাইটে। শুধুমাত্র বিহারের স্থায়ী বাসিন্দারা এই স্কিমে আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় নথি

এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে যে যে নথি জমা দিতে হবে সেগুলি হল- ১) স্থায়ী বসবাসের শংসাপত্র ২) জন্ম শংসাপত্র ৩) ম্যাট্রিকুলেশন শংসাপত্র ৪) জাতি শংসাপত্র (যদি থাকে) ৫) আয়ের শংসাপত্র ৬) ছবি ৭) প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে) ৮) আধার কার্ড ৯) প্যান কার্ড ১০) ব্যাঙ্কের পাসবুক ১১) ব্যাঙ্ক স্টেটমেন্ট ১২) বাতিল চেক

আরও পড়ুন: DA News Today: খুশির খবর! কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়বে ১ লক্ষ টাকার বেশি, রইলো হিসেব

এই স্কিমের অধীনে কী কী ব্যবসা করা যাবে

মোট তালিকাভুক্ত ৫১টি ক্ষুদ্র শিল্পের মধ্যে যে কোনও একটি ব্যবসা আপনি বেছে নিতে পারেন। যেমন পোশাক, মধু প্রক্রিয়াকরণ, সয়া পণ্যের ব্যবসা, পশুখাদ্য, মুরগির খাবার, এলইডি বাল্ব উৎপাদন, মশলা, পোহা-চুড়া উৎপাদন, বেকারি, আসবাবপত্র, ধাবা ইত্যাদি।

আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে

এই স্কিমে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো ব্যক্তি। এক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতি, বেকার যুবক এবং যে কোনও সম্প্রদায়ের মহিলাদের জন্য অগ্রাধিকার থাকবে। এই স্কিমে আবেদনকারী প্রার্থীর ইন্টারমিডিয়েট, আইটিআই, পলিটেকনিক ডিগ্রির যেকোনো একটি থাকতে হবে।

আরও পড়ুন: How To Be Crorepati: ৫ কোটি টাকা ৫০ বছরের মধ্যে আয় করতে চান? ৩টি কৌশল জেনে নিন

আবেদনের সময় সীমা

এই স্কিমের জন্য আবেদন করতে পারেন ১৬ অগাস্ট বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০ ৩৪৫ ৬২১৪-এ কল করতে পারেন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।

আরও পড়ুন: ৩১ অক্টোবর থেকে এই বড় সুবিধা পেতে চলেছেন UPI গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত

Leave a Comment