২.৩৩ কোটি টাকা রিটার্ন পাবেন মাসিক ১০০০ টাকা বিনিয়োগ করেই! দেখে নিন SIP-এর জাদু

প্রতি মাসে মাত্র হাজার টাকা করে বিনিয়োগ করে আপনি হতে পারেন কোটিপতি! শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সম্ভব। মিউচুয়াল ফান্ডে এসআইপি (Mutual Fund SIP)-এর মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায় বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে ২.৩৩ কোটি টাকা উপার্জন করা সম্ভব প্রতি মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে।

অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়তো কঠিন কাজ কিন্তু আদৌও তা নয়। বরং মিউচুয়াল ফান্ডে এসআইপি (Mutual Fund SIP)-এর মাধ্যমে বিনিয়োগ করাটা খুবই সহজ। এখানে বিনিয়োগ করতে হয় প্রতি মাসে। দীর্ঘমেয়াদে ও সঠিক ভাবে নিয়ম মেনে বিনিয়োগ করতে পারলে তবেই কোটিপতি হওয়া সম্ভব।

আর্থিক বিশেষজ্ঞদের মতে এসআইপি (SIP)-তে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করলে তবেই সেটি লাভজনক হয়। এছাড়া এই দীর্ঘমেয়াদি বিনিয়োগে ঝুঁকির পরিমাণ ও কম থাকে। এতে আপনার রির্টানের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ শতাংশ হারে হয়ে থাকে। এছাড়া এখানে চক্রবৃদ্ধি হারের সুবিধা আছে। তাই ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে এখন থেকেই কিছু কিছু করে টাকা বিনিযোগ করা উচিত। এরফলে যেমন সঞ্চয়ের পরিমাণ বেশি হবে তেমনি অনেকখানি সময় ও পাওয়া যাবে।

আরও পড়ুন: Airtel Recharge Plan: ৩০ দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! হাইস্পিড ডেটা সহ আনলিমিটেড কলিং-এর প্ল্যান দেখে নিন

ধরা যাক, একজন ৩০ বছর বয়সী বিনিয়োগকারী প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করলেন ২০ বছরের জন্য । তবে তাঁর মোট বিনিয়োগকৃত সঞ্চয়ের পরিমাণ হবে ২.৪ লক্ষ টাকা। যদি বার্ষিক সুদের হার ১৫ শতাংশ ধরা হয় তবে বিনিয়োগকারীর মোট রির্টানের পরিমাণ হবে ১৫.১৬ লক্ষ টাকা। আবার যদি বার্ষিক সুদের হার ২০ শতাংশ ধরা হয় তবে তবে বিনিয়োগকারীর মোট রির্টানের পরিমাণ হবে ৩১.৬১ লক্ষ টাকা।

আবার কেউ যদি ৩০ বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করে থাকেন তবে তাঁর মোট বিনিয়োগকৃত সঞ্চয়ের পরিমাণ হবে ৩,৬০,০০০ টাকা। যদি বার্ষিক সুদের হার ২০ শতাংশ ধরা হয় তবে বিনিয়োগকারীর মোট রির্টান হবে ২,৩৩,৬০,৮০২ টাকা।

আরও পড়ুন: Life and Medical Insurance: বিরাট খবর! সস্তা হচ্ছে চিকিৎসা ও জীবন বিমা? GST নিয়ে নির্মলাকে চিঠি গড়কড়ির

বিগত ২০ বছর ধরে নামজাদা অনেক মিউচুয়াল ফান্ড (Mutual Fund) থেকে ২০ শতাংশ বা তার বেশি হারে রিটার্ন পাওয়া গিয়েছে। এখানে যেহেতু দীর্ঘমেয়াদি বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুবিধা মেলে তাই রিটার্নের পরিমাণ অল্প সময়েই বৃদ্ধি পায়। তাই কম বয়স থেকে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করলেই বিপুল পরিমাণ টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন: ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে EMI কত দিতে হবে? রইলো হিসেব

Leave a Comment