অনেক দোকানদার থেকে শুরু করে অটো এবং টোটো চালক ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) দেখলেই ফিরিয়ে দিচ্ছেন সকলেই। প্রতিদিন রাস্তাঘাটে ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) নিয়ে এই হয়রানি হয়েই যাচ্ছে। দোকানদার বা টোটো চালক বা অটোচালক ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) দিলেই তারা ফিরিয়ে দিয়ে বলেন ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) এখন নাকি সচল নয়।
এই কারণেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) সচল রাখার জন্য আসরে নামলেন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, ছোট এক টাকার কয়েন নিয়ে ক্রেতা থেকে বিক্রেতা সবাইকেই হুঁশিয়ারি দিয়েছেন যে ছোট এক টাকার কয়েন ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছোট এক টাকার কয়েনকে একপ্রকার অলিখিতভাবেই ‘অচল’ হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে প্রায়ই ছোট এক টাকার কয়েন নিয়ে মানুষজনকে হয়রানির শিকার হতে হয়। কিন্তু এখনও পর্যন্ত ছোট এক টাকার কয়েনকে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ‘নিষিদ্ধ’ বা ‘অচল’ বলে ঘোষণা করেনি।
আরও পড়ুন: ২.৩৩ কোটি টাকা রিটার্ন পাবেন মাসিক ১০০০ টাকা বিনিয়োগ করেই! দেখে নিন SIP-এর জাদু
ক্যানিংয়ের বিধায়কের কাছে সাধারণ মানুষের পাশাপাশি অনেক ব্যবসায়ীও ছোট এক টাকার কয়েন নিয়ে অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং, ভাঙর, বাসন্তী গোসাবা, ঝড়খালি ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বিধায়কয়ের কাছে অভিযোগ জানিয়েছেন।
বিধায়ক পরেশ রাম দাস এপ্রসঙ্গে জানিয়েছেন, একাধিক ক্রেতা ও বিক্রেতারা ছোট এক টাকার কয়েন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। ছোট এক টাকার কয়েনকে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) নিষিদ্ধ বলে এখনও ঘোষণা করেনি। তাহলেও ছোট এক টাকার কয়েন নিতে অনেক দোকানদার থেকে শুরু করে অটোচালক বা টোটোচালক অস্বীকার করেন। এইজন্য ছোট এক টাকার কয়েনকে সাধারণ মানুষ এক প্রকার ‘অচল’ হিসাবেই ভাবেন। সেই কারণেই ছোট এক টাকার কয়েনকে ‘সচল’ রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।