SIM Card: কেন্দ্রীয় সরকারের সিম কার্ড (SIM Card) নিয়ে কড়া নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মগুলি ভাঙলে দু লক্ষ টাকা জরিমানা এবং তিন বছরের জেল হতে পারে।
প্রতারণামূলক কার্যকলাপ ঠেকানোর জন্যই কেন্দ্রীয় সরকার এইরকম পদক্ষেপ নিয়েছে। এছাড়াও নতুন সিম কার্ড (SIM Card) তোলার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
টেলি কমিউনিকেশন আইন ২০২৩ (The Telecommunications Act 2023)-এর অধীনে এই নিয়মে বলা হয়েছে, সীমিত সংখ্যক সিম কার্ড (SIM Card) এক ব্যক্তির কাছে থাকতে পারে। এই নিয়ম অনুসারে, এক ব্যক্তির কাছে সর্বোচ্চ ৯ টি সিম কার্ড (SIM Card) থাকতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি তার আধার কার্ড দিয়ে সর্বোচ্চ ৯ টি সিম কার্ড (SIM Card) তুলতে পারবেন।
আরও পড়ুন: Bank Holiday: আগস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা দেখে নিন
তবে, অসম ও জম্মু-কাশ্মীরে সিম কার্ড রাখার সর্বোচ্চ সীমা আরও কম। জম্মু-কাশ্মীর ও অসমে একটি আধার কার্ড থেকে সর্বোচ্চ ৬ টি সিম কার্ড (SIM Card) ইস্যু করা যাবে। এই পদক্ষেপগুলি নিরাপত্তার কথা ভেবেই রাখা হয়েছে।
এই নিয়ম ভাঙ্গলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দু’লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বাধিক তিন বছরের জেল হতে পারে।
আরও পড়ুন: DA News: সরকারি কর্মীদের বেতন-ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট এলো! কী জানালো সরকার?
যদি কেউ প্রথমবার এই নিয়ম ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে তার ৫০ হাজার টাকা জরিমানা হবে। কিন্তু বারবার এই নিয়ম ভঙ্গ করলে সর্বাধিক দু’লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন: Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য লোন নেবেন? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে লোন পাবেন