Home Loan: বর্তমানে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করা কিংবা ফ্ল্যাট কেনা মধ্যবিত্তদের পক্ষে খুবই চাপের ব্যাপার হয়ে দাড়িয়েছে। যত দিন যাচ্ছে ততই আকাশছোয়া দাম হচ্ছে জিনিসপত্রের। আবার ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিলেও দিতে হবে মোটা অঙ্কের সুদ। ফলে সবমিলিয়ে মধ্যবিত্তের অবস্থা খুবই কাহিল। আর বর্তমান হোম লোনের (Home Loan) সুদের হার এখনই পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা। আগামীমাসে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক আছে। এই বৈঠকের পর সুদের হার সামান্য বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন কয়েকটি ব্যাঙ্কের সুদের হার নিয়ে যেখানে আপনি ৯ শতাংশেরও কম সুদের হারে হোমলোন (Home Loan) পেতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক আছে আগামী মাসেই
একেকটি ব্যাঙ্ক একেক রকম সুদের হারে হোমলোন (Home Loan) দিয়ে থাকে। এই সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরে। রেপো রেটের পরিবর্তন হলেই হোমলোনের সুদের হারের পরিবর্তন ঘটে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার গত বছর ফেব্রুয়ারি মাস থেকে একই রেখেছে। কিন্তু এই বছর আগস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে রেপো রেটের হার বদল হওয়ার সম্ভাবনা আছে।
এখনই হয়তো কমবেনা রেপো রেট
সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার মুদ্রানীতির বৈঠকে খুচরো মুদ্রাস্ফীতির হার পর্যালোচনার মাধ্যমে রেপো রেট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য ছিল খুচরো মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নামিয়ে আনা কিন্তু খাদ্যপণ্যের দামের ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির হার ৫ শতাংশ পার করে গিয়েছে। এই মুদ্রাস্ফীতি এখনই কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই তাই রেপো রেটের হার না কমারই সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: Fixed Deposit: বদলে গেল SBI, HDFC, ICICI-এর FD রেট, এখন কত শতাংশ সুদ পাবেন?
সুদের হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে
বিগত কয়েকমাসের মধ্যে বেশ কিছু ব্যাঙ্ক তাদের সঞ্চিত আমানতের উপর সুদের হারের পরিমাণ বৃদ্ধি করেছে। তাই মনে করা হচ্ছে তারা ঋণের ক্ষেত্রেও সুদের হারে বৃদ্ধি ঘটাতে চলেছে। এখন দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কত সুদের হারে হোম লোন দিচ্ছে।
ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৪০ শতাংশ।
আইডিবিআই ব্যাঙ্কে (IDBI Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৪৫ শতাংশ।
জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্কে (Jammu & Kashmir Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৭৫ শতাংশ।
কর্ণাটক ব্যাঙ্কে (Karnataka Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৫০ শতাংশ।
আরও পড়ুন: কত টাকা থাকলে অবসর নেবেন ভাবছেন? আপনার জন্য রইলো বিস্তারিত হিসেব
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে (Kotak Mahindra Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৭০ শতাংশ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৪০ শতাংশ।
আরবিএল ব্যাঙ্কে (RBL Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.২০ শতাংশ।
এসবিআইতে (State Bank of India) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৫০ শতাংশ।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে (South Indian Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৭০ শতাংশ।
ইউকো ব্যাঙ্কে (UCO Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৩০ শতাংশ।
ইউনিয়ন ব্যাঙ্কে (Union Bank of India) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৩৫ শতাংশ।
আরও পড়ুন: Income Tax: নজির গড়ল ভারতের আয়কর বিভাগ, রিটার্ন জমার সময়সীমা কী বাড়ছে?
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৭৫ শতাংশ।
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৭৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৪০ শতাংশ।
কানারা ব্যাঙ্কে (Canara Bank) হোমলোনের ক্ষেত্রে সুদের হার হল ৮.৪৫ শতাংশ।
আরও পড়ুন: ১০০ টাকারও কমে আনলিমিটেড কলিং দিচ্ছে BSNL! খুশির হওয়া গ্রাহকমহলে