৩১ অক্টোবর থেকে এই বড় সুবিধা পেতে চলেছেন UPI গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত

UPI Lite গ্রাহকদের জন্য অটো টপ-আপ সুবিধা চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই সুবিধাটি চালু হলে গ্রাহকদেরকে বারবার UPI Lite-এ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা জমা করতে হবেনা। UPI ওয়ালেটেই টাকা সরাসরি জমা হবে।

আগামী ৩১ অক্টোবর থেকে এই নতুন সুবিধাটি চালু করতে চলেছে NPCI (National Payments Corporation of India)। এই বিষয় নিয়ে সম্প্রতি NPCI একটি সার্কুলার জারি করেছে। সেই অনুযায়ী ব্যবহারকারীরা UPI Lite অ্যাকাউন্টে তাদের টাকার পরিমাণ পুনরায় ক্রেডিট করার জন্য অটো টপ-আপ বিকল্পটি ব্যবহার করতে সক্ষম হবে। এই সুবিধাটি ব্যবহারকারীরা যেকোনো সময় বন্ধ করতে পারেন।

UPI পিনের দরকার নেই

UPI Lite সুবিধাটি মূলত ছোট পেমেন্টের জন্যই শুরু হয়েছে। UPI Lite-এর মাধ্যমে ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে গেলে ইউপিআই পিনের (UPI PIN) দরকার নেই। তবে, ৫০০ টাকার বেশি লেনদেনের জন্য আপনার ইউপিআই পিন (UPI PIN) প্রয়োজন।

আরও পড়ুন: ২৫ লাখের রিটার্ন মাত্র ৪৫ টাকা দিয়েই, ধামাকাদার প্ল্যান লঞ্চ করল LIC

একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে হবে

এই সুবিধাটি চালু হলে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI Lite অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারিত করতে হবে।

কোনো গ্রাহক যদি ১০০০ টাকার সীমা টপ-আপ হিসাবে নির্ধারিত করে থাকেন, সেক্ষেত্রে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ১০০০ টাকা স্বয়ংক্রিয়ভাবে UPI Lite ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। এর ফলে যারা অনলাইনে ইউপিআই (UPI)-এর মাধ্যমে বেশি লেনদেন করেন তাদের অনেকটাই সুবিধা দেবে।

আরও পড়ুন: Business Idea: টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন, মোটা টাকা রোজগার হবে, রইল দারুণ আইডিয়া

সর্বাধিক পরিমাণ যুক্ত করা হবে

UPI Lite-এ গ্রাহকরা একবারে অটো-টপ করতে পারবে মাত্র ২০০০ টাকা। এই নির্দেশাবলী শুধুমাত্র ব্যাঙ্ক এবং কোম্পানির জন্যই প্রযোজ্য।

UPI Lite-এ অটো টপ-আপের সুবিধা প্রদান করবে ইস্যুকারী ব্যাঙ্কগুলি। যেটি ম্যান্ডেট তৈরির অনুমতি দেবে।

আরও পড়ুন: LIC Saral Pension Plan: ১২ হাজার টাকা করে পাবেন প্রতি মাসে, LIC-র এই নতুন স্কিম সম্পর্কে জেনে নিন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা UPI Lite অ্যাকাউন্টে দিনে সর্বাধিক পাঁচবার যুক্ত করা যেতে পারে। সংশ্লিষ্ট থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ সার্ভিস কোম্পানি ও ব্যাঙ্কগুলিকে ম্যান্ডেট সুবিধা প্রদানের সময় যাচাই করতে হবে।

Leave a Comment